২৭ জানুয়ারির নির্বাচনে মশালে ভোট চাইলেন ইনু
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনে মশাল প্রতীকে ভোট চেয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি।
রোববার সন্ধ্যায় সাদুল্যাপুর হাইস্কুল মাঠে জাসদ সমর্থিত প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদির নির্বাচনী জনসভায় তিনি মশাল প্রতীকে ভোট চান।
হাসানুল হক ইনু বলেন, আমরা চাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দেশ পরিচালনা করুক, দেশ মুক্তিযুদ্ধের পথে চলুক। এ দেশে যে উন্নয়ন চলছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিএনপি-জামায়াতের পুনরুত্থান বন্ধ করতে হবে।
সাদুল্যাপুর উপজেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি শিশির রঞ্জন রায়ের সভাপতিত্বে ও জেলা জাসদ নেতা সুজন প্রসাদের উপস্থাপনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, জেলা জাসদের সহ-সভাপতি জিয়াউল হক জনি, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনে মশাল প্রতীকের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি প্রমুখ।
জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম/এসজি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান