ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর মৃত্যুর চারদিন পর চলে গেলেন স্ত্রীও

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলাম দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হওয়ার চারদিন পর মৃত্যু হয়েছে তার শোকাহত স্ত্রীর। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কাউন্সিলরের স্ত্রী আছিয়া খাতুন।

আছিয়া খাতুন বিরোপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাদের দুই সন্তান রয়েছে। ১৩ বছর বয়সী ছেলের নাম আব্দুল আজিম ও তিন বছর বয়সী মেয়ের নাম জান্নাতুল মাওয়া বিদ্যা। আব্দুল আজিম স্থানীয় ফুলবাড়ি মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

গত রোববার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিরোপাড়া তার নিজ বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে দুর্বৃত্তরা কাউন্সিলর জামিরুলকে কুপিয়ে হত্যা করে। সদা হাস্যজ্জ্বল স্বামীর এই মৃত্যুর সংবাদ শোনার পর শোকে কাতর হয়ে পড়েন স্ত্রী আছিয়া। একপর্যায়ে গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে তার ব্রেইন স্ট্রোক করে। পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। স্বামী খুন হওয়ার পর স্ত্রীর এমন মৃত্যু হওয়ায় এলাকা শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে। তাদের দুই সন্তানকে সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

কাউন্সিলর জামিরুলের বড় ভাই শহিদুল ইসলাম জানান, জামিরুলের মৃত্যুর দিন থেকে আছিয়া এক টানা আহাজারি করছিল। যার কারণে সে ব্রেইন স্ট্রেক করে। সঙ্গে সঙ্গে তাকে রাজশাহী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। এই দিনই দুপুর আড়াইটায় বিরোপাড়া গোরস্থানে স্বামীর পাশেই তাকে দাফন করা হয়।

এ ব্যাপারে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, স্বামীর খুন হওয়ার পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি বড় মর্মান্তিক। এ নিয়ে এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন রাখাা হয়েছে। অপরদিকে জামিরুল হত্যা মামলার ১০ আসামিকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রেজাউল করিম রেজা/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন