স্কুলছাত্রীর বিয়ে দিতে এসে কাজি ধরা
নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে ফাতেমাতুজ্জোহরা মনিকা নামে নবম শ্রেণির এক ছাত্রী। তাকে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে আমানুর রহমান নামে এক কাজিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নন্দীকুজা গ্রামে এ ঘটনা ঘটে।
আমানুর রহমান বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুরের কাজীপাড়া আহম্মাদিয়া আলিম মাদরাসার শিক্ষক। মনিকা কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে অধ্যয়নরত।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানু জানান, নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ার চকনাজিরপুর গ্রামের মোমিন উদ্দিনের মেয়ে ফাতেমাতুজ্জোহরা মনিকার বিয়ে রাজশাহীর বাঘা উপজেলার এক ছেলের সঙ্গে ঠিক হয়। বাগাতিপাড়ার নন্দীকুজা গ্রামে মোমিন উদ্দিনের ভাড়া বাসায় ওই বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে পুলিশসহ বিয়ে বাড়িতে হাজির হলে কনের বাবা সেখান থেকে পালিয়ে যান। পরে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগে কাজি আমানুর রহমানকে আটক করে বিয়ে পণ্ড করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
রেজা/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’