নড়াইলে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৮ জন দগ্ধ
নড়াইলে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আব্দুস সবুর ফকির (৪৫), খন্দকার ইমরান (৪২), লিপি বেগম (৩০), মুন্নী আক্তার (১৬) ও ১০ বছরের শিশু সিফাত। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া চায়না বেগম (৩৫), হুমায়ুন কবির (৪৫) ও মুরাদ মোল্যাকে (২৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধুখালী গ্রামের মৃত ইউনুস ফকিরের ছেলে সবুর ফকিরের বাড়িতে নতুন গ্যাসের চুলায় সবুর ফকিরের মেয়ে পানি গরম করার সময় চুলায় আগুন ধরে যায়। তখন বাড়ির অন্য লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে বালু চাপা দিয়ে আগুন নিভিয়ে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগেই পুনরায় আবার চুলায় আগুন জ্বলে ওঠে। এ সময় চুলার পাশে থাকা সবুর ফকিরসহ তার পরিবারের আটজন দগ্ধ হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাফিজুর রহমান মুক্ত বলেন, আহত পাঁচজনের ৫০ থেকে ৬০ ভাগ শরীর অগ্নিদগ্ধ হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।
নড়াইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আহাদুজ্জামান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গ্যাসের সিলিন্ডারটি বাড়ির বাইরে এনে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় আহত আটজনকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়।
হাফিজুল নিলু/আরএআর/পিআর/এমএস