১০ বছরের শিশুকে গলা কেটে হত্যা
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় সিয়াম (১০) নামে এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা শিশুটিকে হত্যা করেছে তা জানা যায়নি।
শনিবার দুপুরে বাড়ি সংলগ্ন বিল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সিয়াম উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গ্রামের শাহজাহান গাজীর ছেলে ও খাটাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
মির্জাগঞ্জ থানা পুলিশের ওসি মাছুমুর রহমান বিশ্বাস বলেন, শুক্রবার বিকেলে বাড়ির পাশে একটি মাদরাসায় মাহফিল শুনতে গিয়ে আর বাড়ি ফেরেনি সিয়াম। শনিবার তার বাবা থানায় জিডি করতে আসেন। পরে গলা ও হাত-পা কাটা অবস্থায় বিল থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহর গণসংযোগ
- ২ টেকনাফের সীমান্তবর্তী চিংড়ি ঘের থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার
- ৩ শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ম্যারাথন
- ৪ কুড়িগ্রামে চরের দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ
- ৫ মাদককে না বলে মাগুরায় ৪ শতাধিক প্রতিযোগীর মিনি ম্যারাথন