৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি : আলাল
বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এবারের নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্ব পালন করেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই ধরনের বাহিনী আমাদের ছিল না। এই ধরনের বাহিনী থাকলে এই দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ।
তিনি বলেন, এবার ৩০ ডিসেম্বর নির্বাচন হয়নি, নির্বাচন হয়েছে ২৯ তারিখ রাতে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নির্বাচন হয়নি। নির্বাচন হয়েছে নির্বাচন কমিশন, র্যাব, পুলিশ, বিজিবি ও প্রশাসনের সঙ্গে। কাজেই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ।

সোমবার জামালপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
এএম/পিআর