ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে ‘গোলাগুলিতে’ কসাই বাবুল নিহত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

ফেনীতে দুই ডাকাত দলের ‘গোলাগুলিতে’ কসাই বাবুল (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে দেওয়ানগঞ্জ এলাকায় ডাকাত দলের মধ্যে ‘গোলাগুলির’ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিতিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবুলের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া এলাকায়। তার বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ফেনী মডেল থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ডাকাতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাশেদুল হাসান/এএম/পিআর

আরও পড়ুন