ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় স্কুলে অগ্নিকাণ্ড : ৩০ শিক্ষার্থী আহত

প্রকাশিত: ১০:১১ এএম, ২৫ আগস্ট ২০১৫

বরগুনার পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তাড়াহুড়ো করে শ্রেণিকক্ষ ত্যাগ করার সময় অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দু’জনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

আহতদের  মধ্যে সুমাইয়া, আয়েশা, আলম, মরিয়ম, সাথী আক্তার, লামিয়া আক্তার, সামিয়া আক্তার, হুমায়রা আক্তার, পারভীন, বিথি ও মুন্নী আক্তারের নাম জানা গেছে। ঘটনার পর পরই স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে।

পাথরঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার গোলদার জাগো নিউজকে জানান, স্কুল চলাকালীন দুপুরের দিকে তৃতীয় শ্রেণির কক্ষের একটি সিলিং ফ্যান থেকে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে এবং মুহূর্তের মধ্যে কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে শ্রেণিকক্ষ ত্যাগ করে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের হুড়োহুড়ি দেখে অন্য ক্লাশের শিক্ষার্থীরাও এক সঙ্গে শেণিকক্ষ ত্যাগ করে স্কুল থেকে দ্রুত বের হতে গেলে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর পরই পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাখাওয়াত হোসেন সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান স্কুল পরিদর্শন করেন।

এসএস