নিখোঁজের ৩ দিন পর রোহিঙ্গা কিশোরীর মরদেহ উদ্ধার
উখিয়ার কুতুপালংয়ে খতিজা বেগম (১৫) নামে এক রোহিঙ্গা কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় কুতুপালংয়ের হাঙ্গরঘোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
তবে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাঙ্গরঘোনা এলাকার প্রবাসী সৈয়দ আলমের বাড়িতে গৃহকর্মীর কাজ করতো খতিজা। তিনদিন আগে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রোববার সন্ধ্যায় প্রবাসীর বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
সায়ীদ আলমগীর/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন