ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরের বিষমুক্ত টমেটো যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

জামালপুরের ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বিস্তৃর্ণ চরে এ বছর ব্যাপক হারে টমেটোর চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর ফলনও হয়েছে ভালো। গেল বছরের চেয়ে এবার টমেটোর দাম ভালো পাওয়ায় কৃষকরাও সন্তুষ্ট।

অন্যদিকে জামালপুরের বিষমুক্ত টমেটো যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যে দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারদের পদাচরণায় জমে উঠেছে জামালপুরের সবচেয়ে বড় কাঁচা বাজার নান্দিনা বাজার।

গত বছর ফলন বেশি হলেও ভালো দাম না পাওয়ায় টমেটো চাষ করে লোকসানের মুখে পড়তে হয় চাষিদের। তবে এ বছর টমেটোর ভালো ফলনের পাশাপাশি দামও ভালো পাওয়ায় সন্তুষ্ট টমেটো চাষিরা। কৃষকরা এ বছর ৭শ থেকে ৯শ টাকা মণ টমেটো বিক্রি করতে পারলেও গত বছর এই সময়ে টমেটো বিক্রি করতে হয়েছে ২শ থেকে আড়াইশ টাকা মণ।

Jamalpur-Tomatto-Pic02

ব্রহ্মপুত্র চরের টমেটো চাষি হারুন আর রশিদ জানান, গত কয়েক বছর যাবত টমেটো আবাদ করি। গত বছর টমেটো আবাদে ক্ষতিগ্রস্ত হলেও এ বছর আবারো টমেটোর চাষ করেছি। এ বছর ফলন ভালো তবে বাজার দাম যদি ঠিক থাকে তাহলে গত বছরের লোকসান পুষিয়ে নিতে পারব।

আব্দুল বারেক জানান, এই চরে বিষমুক্তভাবে টমেটোর চাষ হওয়ায় সারা দেশেই চাহিদা রয়েছে। নান্দিনা বাজার থেকে প্রতিদিনি হাজার হাজার মণ টমেটো ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের বড় বড় জেলা শহরগুলোতে যাচ্ছে।

আরেক কৃষক বাবুল জানান, কৃষি অফিস থেকে পরামর্শ পাওয়া গেলে উৎপাদন যেমন বৃদ্ধি পেত তেমনি কৃষকরা আরও বেশি লাভবান হতে পারতো।

Jamalpur-Tomatto-Pic03

অপরদিকে দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকারদের পদচারণায় জমে উঠেছে টমেটোর সবচেয়ে বড় হাট নান্দিনা বাজার। এই বাজার থেকে জামালপুরের বিষমুক্ত টমেটো যাচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের নানা প্রান্তে।

চট্টগ্রামের হাটহাজারী থেকে আসা পাইকার পরিমল জানান, জামালপুরে চাষ করা টমেটোতে বিষ এবং ক্যামিকেল ব্যবহার না করায় এখনকার টমেটোর চাহিদা অনেক বেশি। পুরো মৌসুম জুড়ে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে জামালপুরের বিষমুক্ত টমেটো। নান্দিনা বাজার থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মণ টমেটো দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।

স্থানীয় আরতদার হামেত আলী বলেন, এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে, থাকা-খাওয়া ও নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও বেপারীরা আসছে, টমেটো কিনে নিয়ে যাচ্ছে নিশ্চিন্তে।

Jamalpur-Tomatto-Pic04

জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আমিনুল ইসলাম জানান, গত বছরের চেয়ে এ বছর টমেটোর আবাদ কিছুটা কম হলেও আবহাওয়া অনুকূলে থাকায় টমেটোর ভালো ফলন এবং পর্যাপ্ত দাম পাওয়ায় কৃষকরা লাভবান হবে। গত বছর জেলায় এক হাজার ৮০০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছিলো। এ বছর ১ হাজার ৫০০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে।

আরএআর/এমকেএইচ

আরও পড়ুন