ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:৪২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

জামালপুরের ইসলামপুরে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে পুলিশের এক এসআই আহত হয়েছেন। বুধবার বিকেলে ইসলামপুর পৌর এলাকার বেপারী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দুই নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত পুলিশের এসআই আমিনুল ইসলাম বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে ইসলামপুর থানা পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত আসামি মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের ধরতে ইসলামপুর পৌর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাইফুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।

পরে তাকে ছিনিয়ে নিতে মাদক চক্রের অন্যান্য সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই আমিনুল ইসলামের মাথায় মাদক ব্যবসায়ীরা লাঠি দিয়ে আঘাত করলে ফেটে যায়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে গুতু বেপারী (৬০), বাগু বেপারী (৪৫), রুকন (৩০), মুরজুইল বেগম (৪০) ও দুলনা বাইছ (৩০) নামে ছয়জনকে গ্রেফতার করে।

ইসলামপুর থানা পুলিশের ওসি আসলাম হোসেন বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এএম/এমকেএইচ

আরও পড়ুন