দু’বগির মাঝ দিয়ে পারাপারের সময় কাটা পড়লেন বৃদ্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে আবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত আবু মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের দক্ষিণ মৌড়াইল মহল্লার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
আবু মিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম জাগো নিউজকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি স্টেশনের দুই নম্বর প্ল্যাটফরমে দাঁড়িয়ে ছিল। এ সময় ওই বৃদ্ধ ট্রেনটির দুই বগির মাঝখান দিয়ে পারাপারের সময় হঠাৎ ট্রেন ছেড়ে দিলে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্রাপবাহী লরি উল্টে ৫ কিলোমিটার যানজট
- ২ মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে ৭ হাজার ইয়াবাসহ আটক ৩
- ৩ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ৪ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৫ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের