ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১২টি গরু রেখে পালাল তারা

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

নীলফামারীর ডিমলা উপজেলায় ১২টি ভারতীয় গরু আটক করেছে পুলিশ। গরুগুলো চোরাকারবারিরা অবৈধপথে ভারত থেকে নদীর চর দিয়ে বাংলাদেশে নিয়ে আসার সময় আটক করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এসআই ইলিয়াস আলী ফোর্স নিয়ে উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের উত্তর খড়িবাড়ির বার্নিঘাট বিজিবি ক্যাম্প এলাকা থেকে এসব গরু উদ্ধার করেন।

গরুগুলো চোরাকারবারিরা অবৈধপথে ভারত থেকে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত ছাতনাই চর হয়ে পাচার করে আনছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১২টি ভারতীয় গরু রেখে পালিয়ে। এ ব্যাপারে ডিমলা থানা পুলিশের এসআই ইলিয়াস আলী বাদী হয়ে মামলা করেন।

southeast

এদিকে, কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে তফিরুল ইসলাম (২৬) ও পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড়সিংহেশ্বর গ্রামের মমতাজ আলীর ছেলে জোনাব আলীকে (২৫) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা করেছে বিজিবি।

ডিমলা থানা পুলিশের ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি পাশাপাশি পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।

জাহেদুল ইসলাম/এএম/এমএস