ওষুধ ভেবে কীটনাশক পানে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নে ওষুধ ভেবে কীটনাশক পান করায় আপেল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া বালুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আপেল ওই গ্রামের মমতাজ ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, ২০১৮ সালে শামপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর আপেল লেখাপড়া বন্ধ করে দেন। এরপর থেকে বাড়িতে কৃষিকাজ দেখাশোনা করতেন। সম্প্রতি তার মাথায় সমস্যা দেখা দিলে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন আপেল। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওষুধ ভেবে ঘরে থাকা কীটনাশক পান করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
জিতু কবীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নোয়াখালীতে জামায়াত প্রার্থীসহ চারজনকে শোকজ
- ২ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ৩ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৪ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৫ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন