ইজতেমা ময়দানে ৩ দিনে চার মুসল্লির মৃত্যু
টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- ফেনীর সফিকুর রহমান (৫৮) এবং কুষ্টিয়ার মো. সিরাজুল ইসলাম (৬৫)।
বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার জানান, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে সফিকুর রহমান এবং বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে সিরাজুল ইসলাম মারা গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, তারা দু’জনেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এর আগে ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং ১৩ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আব্দুল জব্বার (৪০) একইভাবে মারা যান। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে চারজন মুসল্লির মৃত্যু হলো।
আমিনুল ইসলাম/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান