সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২
সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী চারা বটতলা এলাকায় বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুলাল হোসেন।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, বহুতী গ্রামে একটি সালিশি বৈঠক শেষে সহযোগী দুলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। এ সময় তারা চারা বটতলা এলাকায় পৌঁছালে রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অবরুদ্ধ থাকায় মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি জামায়াত প্রার্থী
- ২ আপনারা যে মার্কায় খুশি ভোট দিন: আলী ইমাম মজুমদার
- ৩ গণভোটের দোহাই দিয়ে বদলির পরও কর্মস্থল ছাড়েননি স্বাস্থ্য কর্মকর্তা
- ৪ নির্বাচন ১২ ফেব্রুয়ারিই হবে: সৈয়দা রিজওয়ানা হাসান
- ৫ প্রতীক বরাদ্দের পর ভোটের আবহাওয়া পাল্টে যাবে: বিধান চন্দ্র রায়