এক লাখ ইয়াবাসহ ৪ রোহিঙ্গা আটক
কক্সবাজারে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে একটি ট্রলারে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ চার রোহিঙ্গাকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে গভীর সাগরে এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন- এনায়েতুল্লা (২৮), করিমুল্লা (৩২), রশিদুল্লাহ (২২) এবং হামিদ (২০)। তারা সবাই মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং মাদক ব্যবসায়ী।

র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, মিয়ানমার থেকে একটি ট্রলারে করে বিপুল পরিমাণ ইয়াবা বাংলাদেশে আসার গোপন তথ্য পায় র্যাব। এ খবরের সূত্র ধরে দুপুরে গভীর সাগরে অভিযান চালায় র্যাবের একটি টিম। তারা সন্দেহজনক একটি ট্রলারকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে পাচার করা বেশ কিছু ইয়াবার পুটলা উদ্ধার করা হয়। সেসব পুটলায় এক লাখ ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা চার রোহিঙ্গাকে আটক ও ট্রলারটি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান