ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেলুনের সাটার তুলে পাওয়া গেল নাপিতের লাশ

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি সেলুনের ভেতর থেকে বিকাশ (৩০) নামে এক নাপিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার সময় স্থানীয়রা বিকাশকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বিকাশ ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার সুমেষ রায়ের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে বিকাশ সেলুনের দোকান খুলে আশপাশ পরিষ্কার করে। পরে দোকানের সাটার নামিয়ে দেয়। অনেকক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে সহকর্মীরা এলে সাটার তুলে তার নিথর দেহ ঝুলতে দেখেন।

ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোলহে বিকাশ আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রিপন/এফএ/এমকেএইচ

আরও পড়ুন