বকশীগঞ্জে যৌন হয়রানির প্রতিরোধে মানববন্ধন
`যৌন হয়রানি মানবো না, প্রতিরোধে-প্রতিকারে সোচ্চার হবো` স্লোগান নিয়ে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যৌন হয়রানির প্রতিরোধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা চত্বরে বেসরকারি সংস্থা ব্রাকের উদ্যোগে দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে ব্রাকের ব্যবস্থাপক এনামুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন ব্রাক ওয়াশ কর্মসূচির ব্যবস্থাপক আবদুল আজিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ জিএম ফাতিউল হাফিজ বাবু, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির এফও হাসনা বেগম, প্রগতির এরিয়া ব্যবস্থাপক রফিকুল ইসলাম, রইচ উদ্দিন, ফরিদ উদ্দিন, মানিক মিয়া প্রমুখ।
বক্তারা সারাদেশে যৌন হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সেই সঙ্গে প্রত্যেক বাবা-মাকে যৌন হয়রানি সম্পর্কে সচেতন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।
শুভ্র মেহেদী/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বিপাকে হবিগঞ্জের স্বতন্ত্র প্রার্থী সুজাত
- ২ সীমান্ত পার হওয়ার সময় কুমিল্লায় হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ৩ বালুভর্তি ট্রাকে লুকানো ছিল দেড় কোটি টাকার চোরাই শাড়ি
- ৪ পুলিশকে এলোপাথাড়ি কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো আসামিকে
- ৫ ভবন ছাড়তে উকিল নোটিশ, চুক্তির মেয়াদ শেষ হলেও চলছে কার্যক্রম