চাঁদপুরের ৭ উপজেলায় মনোনয়ন পেলেন যারা
আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তৃতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। গতকাল শনিবার গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত হয়।
এবারের তালিকায় চাঁদপুরের ৭ উপজেলার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন, চাঁদপুর সদরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম দেওয়ান (নাজিম) ও হাজীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো.মাইনুদ্দীন।
শাহরাস্তিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদউল্যাহ চৌধুরী, মতলব উত্তরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস ও মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম গিয়াস উদ্দিন।
ফরিদগঞ্জে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুর রহমান রোমান ও কচুয়ায় উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির।
২৬ ফেব্রুয়ারি এ ৭ উপজেলায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। ২৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ মার্চ এবং ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইকরাম চৌধুরী/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা