নাতির বিরুদ্ধে দাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নাতির বিরুদ্ধে দাদিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার মোহনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামরুন নেছা (৭০) উপজেলার মোহনপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী। অভিযুক্ত নাতির নাম জুবায়েদ। তিনি ওই গ্রামের হারুন মাস্টারের ছেলে।
নিহতের ছেলে মকবুল হোসেন বলেন, বিকেলে বাড়ির পাশে ক্রিকেট খেলা নিয়ে তার আপন বড় ভাই বাবুলের ছেলে শাকিলের সঙ্গে সৎভাই হারুন মাস্টারের ছেলে জুবায়েদের ঝগড়া হয়। এ নিয়ে হারুন মাস্টার আমাদের বাড়ি-ঘর পুড়ে ফেলার নির্দেশ দেন জুবায়েদকে। পরে জুবায়েদসহ আরও কয়েকজন বাড়ির গেটে হামলা করে। এ সময় কামরুন নেছা গেটের সামনে গেলে তাকে পেটানো হয়। পরে কামরুন নেছাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জাগো নিউজকে বলেন, পিটিয়ে হত্যার ঘটনা শুনিনি। হাসপাতালে পুলিশ পাঠানো হচ্ছে।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না