চাঁদপুরে মাদক ব্যবসায়ীর মালামাল ক্রোক
চাঁদপুর শাহরাস্তিতে শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেন সওদাগরের বাড়ির অস্থাবর মালামাল ক্রোক করেছে পুলিশ। আমলি আদালত কচুয়া ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদপুরের নির্দেশে শাহরাস্তি থানা পুলিশ মঙ্গলবার এ মালামাল ক্রোক করেন।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, সোমবার উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেন সওদাগরের বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১)-এর ৯ (খ) ও ২৫ ধারায় মালামাল ক্রোকের আদেশ দেন আদালত। কচুয়া থানার মামলা নং-১৩, তাং-১৩/৬/১৮, যার জিআর মামলা নং-১০১/১৮।
মালামাল ক্রোকের সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মো. শেখ রাসেল, শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম, উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান, সহকারী উপ-পরিদর্শক মো. পারভেজ সরকার ও মো. ওমর ফারুক উপস্থিত ছিলেন।
শাহরাস্তি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম জাগো নিউজ জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে শীর্ষ মাদক ব্যবসায়ী আমির হোসেন সওদাগরের অস্থাবর মালামাল জনসম্মুখে ক্রোক করা হয়েছে। এতে করে সাধারণ মানুষ বুঝতে সক্ষম হবে কোনো মাদক ব্যবসায়ীই আইনের হাত থেকে বাঁচতে পারবে না।
ইকরাম চৌধুরী/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা