রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় ওবায়দুল (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সুহিলপুর ও নন্দনপুর এলাকার মাঝামাঝি স্থানে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওবায়দুল উপজেলার উত্তর সুহিলপুর এলাকার ইয়াছিন মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টা কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, দুপুরে ওবায়দুল সড়ক পারাপারের সময় দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না