ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রতিপক্ষের গুলিতে যুবলীগ নেতা নিহত

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আব্দুল খালেক নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা নির্বাচনী প্রচারণা শেষে চুকাইবাড়ি এলাকায় চা পান করছিলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সোলাইমান হোসেনের সমর্থকরা তাদের উপর হামলা ও গুলিবর্ষণ করে।

এতে গুলিবিদ্ধ হয়ে দেওয়ানগঞ্জ এ কে মেমোরিয়াল কলেজের সাবেক জিএস যুবলীগ নেতা আব্দুল খালেক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

দেওয়ানগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এফএ/জেআইএম

আরও পড়ুন