ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুলিশের সঙ্গে অভিযানে গিয়ে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১০:৩৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বকুল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। আহত বকুল মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় উপজেলার দলগ্রাম ইউনিয়নের শ্রীখাতা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বকুল মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মাস্টারের ছেলে।

এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশের ওসি মকবুল হোসেন জানান, গোপন খবর পেয়ে উপজেলার ভোটমারী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ বকুলকে আটক করা হয়। পরে বকুলের দেয়া তথ্যের ভিত্তিতে মাদকের বড় চালান উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে শ্রীখাতা এলাকার ভুট্টুর ইটভাটায় গেলে বকুলের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড শর্টগানের গুলি ছুড়লে বকুলের দু’পায়ে লাগে।

ঘটনাস্থল থেকে দুইটি হাসুয়া ও লাঠি উদ্ধার করেছে পুলিশ। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এফএ/জেআইএম

আরও পড়ুন