ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁচিকাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১১:৫৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

পদ্মা নদীবেষ্টিত চরাঞ্চল ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন। নদী ভাঙনের কারণে ইউনিয়নটির কিছু ওয়ার্ড নদীতে ভেঙে যায়। সীমানা বিরোধ ও মামলা জটিলতার কারণে দীর্ঘ আট বছর ইউনিয়নটিতে নির্বাচন হয়নি।

অবশেষে সব জটিলতা কাটিয়ে আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একজন হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাস্টার আবুল হাসেম দেওয়ান। তিনি দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ জানান, ইউনিয়নটিতে গত ২২ জানুয়ারি তফসিল ঘোষণা করা হয়। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৩০৮ জন। এতে পুরুষ ভোটার ৭ হাজার ৫৫৪ জন ও নারী ভোটার সংখ্যা ৬ হাজার ৭৫১ জন।

কাঁচিকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ভোট দিতে আসা এসএম মইনুল আলম, সেলিম বেপারী, হারেসুর রহমান বলেন, ভোট দিতে এসে ভালো লাগছে। কোনো রকম বাধা নেই। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি। ভোটারের উপস্থিতিও ভালো। চেয়ারম্যান প্রার্থী একজন থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। তবে মেম্বার প্রার্থীদের ভোটগ্রহণ চলেছে।

সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ১০টি কেন্দ্রে ১৩৪ জন পুলিশ ও পর্যাপ্ত আনসার-ভিডিপি মোতায়েন করা হয়েছে।

ছগির হোসেন/এফএ/এমএস

আরও পড়ুন