মাইকিং করে ডাকাত ধরে গণপিটুনি
প্রতীকী ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন চৌধুরী ও এলাকাবাসী জানান, ভোর সাড়ে ৩টার দিকে চরশিবপুর গ্রামের বাবুল মিয়ার ফাঁকা বাড়িতে একদল ডাকাত হানা দেয়। পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের মসজিদ থেকে ডাকাতদের ধরার বিষয়ে মাইকিং করা হয়। এতে চরশিবপুর এবং নবাবপুর গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ৩ ডাকাত সদস্যকে ধাওয়া করে ধরে ফেলে লোকজন।
পরে তাদেরকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সুমন মিয়া (২৭) নামে এক ডাকাত সদস্য নিহত হন। আহত অবস্থায় আল আমিনসহ (২৬) অজ্ঞাত দুই ডাকাতকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না