ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জাপার ৫ হাজার নেতাকর্মীর দল বদল

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৩ মার্চ ২০১৯

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপনের হাতে ফুল দিয়ে উপজেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সুইটসহ ৫ হাজার নেতাকর্মী যোগদান করেছেন।

রোববার বিকেলে গাইবান্ধার সাঘাটা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে আয়োজিত যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দেন।

PIC-Gaibandha

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান, এস এম শাসছিল আরেফিন টিটু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম, শামসুল আজাদ শীতল প্রমুখ।

এসময় বক্তরা, আগামী দিনে উপজেলা নিবাচনে নৌকা প্রতীক নিয়ে এস এম শাসছিল আরেফিন টিটুর পক্ষে কাজ করতে সবাইকে আহ্বান জানান।

জাহিদ খন্দকার/এমএএস/জেআইএম

আরও পড়ুন