তানভির হত্যা, ২৪ ঘণ্টায় পুলিশের প্রশংসনীয় উদ্যোগ
নটরডেম কলেজের মেধাবী ছাত্র তানভির আহমেদ খাঁন হত্যা মামলার চার্জশিট প্রস্তত হয়েছে। শিগগিরই ৪ অপরাধীর বিরুদ্ধে নরসিংদী আদালতে চার্জশিট দাখিল করা হবে।
গত বছরের ২২ নভেম্বর ভোরে নরসিংদীর এই ছাত্রকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার সময় সে বাসা থেকে ভোরে ট্রেনে উঠতে নরসিংদী রেলস্টেশনে যাচ্ছিল। নিহত ছাত্রের বাবার নাম নাসির উদ্দিন খাঁন এবং তার বাড়ি নরসিংদী শহরের বীরপুর এলাকায়। একমাত্র ছেলে সন্তান ছিল তানভির। তার আরও দুটি বোন আছে।
ঘটনার পরদিন সকালে ভৈরব রেলওয়ে থানায় নিহত ছাত্রের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয় রেলওয়ে পুলিশ।
ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, তানভির হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত রয়েছে ৪ ছিনতাইকারী। এরা হলেন, মো. আল আমিন (১৯), সাগর ভূইয়া (২১), হৃদয় চন্দ্র দাস (১৯) ও মাকসুদুল হাসান সাদী (২০)। আদালতে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে স্বীকারও করেছে হত্যার কথা।
এ ঘটনায় মামলার চার্জশিট প্রস্তত বলে জানান তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুরুজ্জামান। এখন চার্জশিটটি ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানান তিনি।
ঘটনার বিবরণে জানা গেছে, মেধাবী ছাত্র তানভির খাঁন গত বছর নটরডেম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা ছিল। ঘটনার দিন সে তার নিজ বাসা নরসিংদী থেকে ভোর সাড়ে ৪টায় বের হয়ে ট্রেনে ঢাকা যেতে রেলস্টেশনে যাচ্ছিল। বাসা থেকে খুব কাছেই রেলস্টেশন। বাসা থেকে কিছুদূর যাওয়া মাত্রই একদল ছিনতাইকারী তার পথ গতিরোধ করে মোবাইল ও পকেটের টাকা ছিনিয়ে নিতে চাইলে সে বাধা দেয়। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা শুনে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত হিসেবে তার লাশটি ভৈরব রেলওয়ে থানায় নিয়ে আসে। পরে লাশের পরিচয় পেয়ে পুলিশ তার বাবাকে খবর দেয়।
এদিকে রেলওয়ে থানার পুলিশ ঘটনার পরদিন ছিনতাইকারী আল আমিনকে গ্রেফতার করলে সে হত্যার কথা স্বীকার করে আরও তিনজনের নাম জানায়। তারপর এদিন রাতেই অপর তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তারা সকলেই নরসিংদী আদালতে হত্যার ঘটনা স্বীকার করে জবানবন্দি দেয়।
এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে তানভিরের বাবা-মাসহ পরিবারের সদস্যরা এখনও পাগলের মতো বিলাপ করছে। তার বাবা নাসির উদ্দিন খাঁন মোবাইল ফোনে এ প্রতিবেদককে জানান, ছিনতাইকারীরা আমার একমাত্র বুকের ধন তানভিরকে মেরে ফেলল। অনেক মেধাবী ছিল আমার ছেলে।
তিনি জানান, একমাত্র ছেলেকে হারিয়ে আমার স্ত্রী পাগলের মতো হয়ে গেছে। তিনি বলেন, আমি আমার ছেলে হত্যার কঠোর বিচার দাবি করছি।
ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ জানান, ছিনতাইয়ের সময় তানভির বাধা দিলে তাকে ছিনতাইকারীরা হত্যা করে। তিনি বলেন, মর্মান্তিক এই হত্যাকাণ্ডের কোনো ক্লু ছিল না। অনেক কষ্টে ২৪ ঘণ্টার মধ্যে অপরাধের ক্লু বের করে আসামিদের গ্রেফতার করা হয়েছে।
আসাদুজ্জামান ফারুক/এমএএস/এমএস