ডাকাতের হামলায় মুদি দোকানি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাত দলের হামলায় মোশাহিদ উল্লাহ্ রফিক (৩৪) নামে এক মুদি দোকানি নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টার দিকে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রফিক পানিশ্বর শোলাবাড়ির আব্দুল আজিজের ছেলে। এ ঘটনায় রফিকের ভাই মোস্তাকও (২৮) আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে একদল ডাকাত পানিশ্বর দক্ষিণ বাজারে রফিকের মালিকানাধীন বিসমিল্লাহ্ স্টোরে হানা দেয়। এ সময় দোকানে থাকা রফিক ও মোস্তাকের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা রফিক ও মোস্তাককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে রফিকের মৃত্যু হয়।
পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বীন ইসলাম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ
- ২ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ৩ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৪ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৫ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না