জামালপুরের ২ উপজেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুরের ৭টি উপজেলার মধ্যে জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় তিনটি পদেই একক প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
আগামীকাল ১০ মার্চ জামালপুর সদর, সরিষাবাড়ী, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মাদারগঞ্জ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল। তিনি তৃতীয় রারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন। ভাইস চেয়ারম্যান পদে মো. হুমায়ুন কবির ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামসাদ আরা রেবা নির্বাচিত হয়েছেন।
মেলান্দহে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান পদে ইউনুস আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এমএএস/এমকেএইচ