বঙ্গবন্ধুর সংগঠনের মনোনয়ন টাকায় বিক্রি হয় না
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ‘কোটি টাকা’ দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন কেনার অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম। সোমবার দুপুর সোয়া ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।
গত ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তৃণমূলের ভোটে প্রথম ও দ্বিতীয় হওয়া প্রার্থীকে বাদ দিয়ে তৃতীয় প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়ায় প্রশ্ন তোলেন মনোনয়ন বঞ্চিত চেয়ারম্যান প্রার্থী ফিরোজুর রহমান ওলিও।
ওই সংবাদ সম্মেলনে ওলিও বলেন, প্রথম-দ্বিতীয় প্রার্থীদের বাদ দিয়ে কিভাবে তৃতীয়জনকে মনোনয়ন দেয়া হলো সেটা বুঝতে পারছি না। বাজারে রিউমার ছড়িয়েছে ‘এত কোটি’ টাকা দিয়ে মনোনয়ন এনেছে। তা না হলে তৃতীয়জন কিভাবে মনোনয়ন পায়?
ওলিওর এ বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের মনোনয়ন কখনো টাকার বিনিময়ে বিক্রি হবে না। নেত্রীর সঙ্গে আমি দেখা করে বলেছি, আমার সাংগঠনিক কর্মকাণ্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং আমার কর্মকাণ্ড যদি ভালো হয় তাহলে আমার বিষয়ে আপনি বিবেচনা করবেন। আর না হলে হলে দরকার নেই। নেত্রী আমার সবকিছু বিবেচনা করে আমাকে মনোনয়ন দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির, সাধারণ সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসলিমা সুলতানা খানম নিশাতসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এফএ/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির