গ্যাস সিলিন্ডারে গাঁজা, আটক ২
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা থেকে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলমগীর মিয়া (৩৬) ও জামাল মিয়া (২৫) নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

পুলিশ জানিয়েছে, মাধবপুর থেকে মাইক্রোবাসে করে ঢাকায় মাদক পাচার করা হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজায় অবস্থান নেয়। পরে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা ১৫ কেজি ও মাইক্রোবাসের বডির নিচে লুকিয়ে রাখা আরও ২০ কেজি গাঁজা উদ্ধা করা হয়। এ ঘটনায় মাইক্রোবাস চালক আলমগীর ও আরোহী জামালকে আটক করেছে পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব: শাহরিয়ার কবির
- ২ দক্ষিণ আফ্রিকায় ‘সন্ত্রাসীদের’ গুলিতে মিরসরাইয়ের টিপু নিহত
- ৩ বিএনপি প্রার্থী ফজলুর রহমানের জনসভায় চেয়ার ছোড়াছুড়ি, আহত ২০
- ৪ ৮০% মুসলমানের এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না
- ৫ দেশ পরিচালনায় তিন শর্তে ঐক্যের ডাক দিলেন জামায়াত আমির