ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উপজেলা নির্বাচনের ৮ প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ০৯:০২ এএম, ১২ মার্চ ২০১৯

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী দুই চেয়ারম্যান প্রার্থী, তিনজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷ সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলম।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাইয়ুমকে (গোলাপ ফুল) ১৫ হাজার টাকা ও আফজল হককে (আনারস) ১৬ হাজার টাকা জরিমানা করা হয়৷ ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাগর হাজরাকে (তালা) ৮ হাজার টাকা, এম এ রহিম নোমানীকে (মাইক) ৮ হাজার টাকা ও পরিমল দাশকে (বাল্ব) ৮ হাজার টাকা জরিমানা করা হয় ৷ এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরীকে (ফুটবল) ১২ হাজার টাকা, হাজেরা খাতুনকে (হাঁস) ৮ হাজার টাকা ও মিতালী দত্তকে (পদ্মফুল) ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই অভিযান নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।

রিপন দে/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন