ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি বন্ধ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৮:১৭ এএম, ১৪ মার্চ ২০১৯

ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে এ রুটের পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এদিকে ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পার হতে এসে আটকা পড়েছে কয়েকশ যানবাহন। এতে ভোগান্তিতে পড়েছেন আটকে পড়া ওইসব যানবাহনের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন এর সত্যতা নিশ্চিত করে জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম

আরও পড়ুন