ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বান্দরবানের ১৩ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম যাচ্ছে হেলিকপ্টারে

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০২:০৯ পিএম, ১৭ মার্চ ২০১৯

বান্দরবান পার্বত্য জেলার সাত উপজেলার ভোটকেন্দ্রগুলোতে রোববার সকাল থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামীকাল জেলার সাত উপজেলায় দ্বিতীয় ধাপে একযোগে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ১৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকার ১৩টি কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। সকাল থেকে নির্বাচনী সরঞ্জামগুলো প্রিসাইডিং কর্মকর্তাদের বুঝিয়ে দিচ্ছে জেলা নির্বাচন কমিশন।

বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নোমান হোসেন প্রিন্স জানান, নির্বাচনী সরঞ্জামগুলো আমরা প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি সঠিক সময়ে নির্বাচনী সরঞ্জামগুলো ভোটকেন্দ্রে পৌঁছাবে।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে লড়াই করছেন।

সৈকত দাশ/এফএ/এমএস

আরও পড়ুন