ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বদির গাড়িতে গুলি, বিএনপির সাধারণ সম্পাদক কারাগারে

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৮ মার্চ ২০১৯

সাবেক এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি ও হত্যাচেষ্টার ঘটনায় করা মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে টেকনাফ থানার এই মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করে আসামিরা। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জেরিন সুলতানা আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর দুই আসামি হলেন হোয়াইক্ষ্যং কানজরপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে সালাহ উদ্দিন ও রুহুল আমিন। সম্পর্কে তারা বিএনপি নেতা আব্দুল্লাহর শ্যালক। আসামিপক্ষের আইনজীবী মুহাম্মদ আব্দুল মন্নান ও আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিকেলে তাদের কারাগারে নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার বজলুর রশীদ আখন্দ।

২০১৮ সালের ৩০ নভেম্বর রাতে টেকনাফের হোয়াইক্ষ্যং কানজরপাড়ায় উখিয়া-টেকনাফের সাবেক এমপি আবদুর রহমান বদির গাড়ি লক্ষ্য করে গুলি, হত্যাচেষ্টা ও ভাঙচুরের অভিযোগে ১ ডিসেম্বর টেকনাফ থানায় জিআর মামলা করেন বদির গাড়িচালক খোরশেদ আলম।

সায়ীদ আলমগীর/এএম/এমএস

আরও পড়ুন