বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ পানে বাবা-ছেলের মৃত্যু
ফাইল ছবি
পাবনার ঈশ্বরদী রেলগেটস্থ হরিজন পল্লীতে বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত বাংলা মদ পান করে একই দিনে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। সোমবার সকালে বাবার এবং দুপুরে ছেলের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ঈশ্বরদীর মেথরপাড়ার হরিজন সম্প্রদায়ের রমেশ (৬০) ও তার ছেলে সোহাগ (২৭)।
হরিজন সম্প্রদায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের বাড়িতে গত দুই দিন যাবৎ বিয়ের অনুষ্ঠান চলছিল। নিজেদের তৈরি বিষাক্ত বাংলা মদ পান করে সোমবার সকালে প্রথমে রমেশ মারা যান। দুপুরে ছেলে সোহাগও মারা যান। এই বিষাক্ত বাংলা মদ অতিরিক্ত পরিমাণে পান করার কারণেই বাবা- ছেলের মৃত্যু হয়েছে। পরে বাবা ও ছেলেকে পাশাপাশি মাটি চাপা দিয়ে সৎকার করা হয়।
ঈশ্বরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পান করার কারণেই তাদের মৃত্যু হয়েছে।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান