ভুরুঙ্গামারীতে কাল বৈশাখী ঝড়ে স্কুলছাত্র নিহত
ফাইল ছবি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কাল বৈশাখী ঝড়ে গাছের ডাল মাথায় পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছুমির উদ্দিন এ্যাব্লুম কিন্ডার গার্টেনের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহর আলীর ছেলে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ছুমির স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুড়ারপাড় নামক স্থানে পৌঁছলে কাল বৈশাখী ঝড় শুরু হয়। এসময় শুকনো একটি গাছের ডাল তার মাথায় ওপর ভেঙে পড়লে মারাত্মক আহত হয় সে। পরে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, স্বাধীনতা দিবসে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলার সময় ঝড়ে প্যান্ডেলের বাঁশ মাথায় পড়ে আল-আমিন নামে এক যুবক আহত হয়।
ভুরুঙ্গামারী থানা পুলিশের অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নাজমুল/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ