ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০৭:১৫ পিএম, ২৮ মার্চ ২০১৯

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা জামায়াতের আমির আলহাজ আফতাব উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আফতাব উদ্দিন মোল্লা বর্তমানে জামায়াতের রংপুর বিভাগীয় ইউনিটের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

এ ব্যাপারে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আফতাব উদ্দিন মোল্লার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

এমদাদুল হক মিলন/আরএআর/পিআর

আরও পড়ুন