ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৮ মার্চ ২০১৯

সময়মতো কলেজে না আসা, পরীক্ষার অতিরিক্ত ফি আদায়সহ একাধিক অভিযোগ তুলে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকারের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে কলেজের জানালার গ্লাস ও ফুলের টব ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এ সময় সময় কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। পরে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের অধ্যক্ষের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।

RAJBARI-STUDENT-(2)

শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ দুপুরের আগে কোনো দিন কলেজে আসেন না। সরকারি কলেজ হওয়া সত্ত্বেও একেকজনের কাছ থেকে একেক রকম ফি নেয় কলেজ কর্তৃপক্ষ। বছরে প্রায় ৫ হাজার টাকার ওপরে টাকা আদায় করা হচ্ছে একজন শিক্ষার্থীর কাছ থেকে। যেহেতু সরকারি কলেজ সেহেতু কেন বিভিন্ন রকম ফি ধার্য করা হবে। এমন একজন প্রতিষ্ঠান প্রধান আমরা চাই না।

নিয়মিত কলেজে না আসা এবং অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে বালিয়াকান্দি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ সরকার বলেন, একাদশ শ্রেণির শিক্ষার্থীরা কিছু না বুঝে কারও উসকাকিতে বিক্ষোভ করেছে। সেই সঙ্গে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। শিক্ষার্থীরা ভুল বুঝে এটি করেছে। তবে তারা চাইলে আমি পদত্যাগ করব।

উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা বলেন, কলেজের শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল দাবি-দাওয়া নিয়ে। দাবি পূরণের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে গেছে শিক্ষার্থীরা।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

আরও পড়ুন