ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৭ দিন থানায় গিয়েও ওসির দেখা পেলেন না নিহতের স্বজনরা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৮ মার্চ ২০১৯

গাইবান্ধা শহরের শাহ নিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মোজাহিদ প্লাবন রেললাইনে কাটা পড়ে নিহতের ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা করতে চাইলে মামলা নেননি থানার ওসি।

মামলা নেয়া তো দূরের কথা সাতদিন থানায় গিয়েও বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছাত্তারের দেখা পাননি নিহতের স্বজনরা। স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান ওসি।

স্থানীয় সূত্র জানায়, নিহত মোজাহিদ প্লাবনের বাবা কেএম শরিফুল হাসান বোনারপাড়া রেলওয়ে থানায় আত্মহত্যার প্ররোচনায় এজাহার দাখিল করলেও ওসি এজাহার আমলে নেননি। গত সাতদিন থানায় গেলেও ওসির দেখা পাননি শরিফুল হাসান। স্থানীয় সাংবাদিকরা থানায় গিয়েও দেখা পাননি ওসির।

পরে সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইলে মামলা না নেয়ার কারণ জানতে চাইলে বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছাত্তার সঙ্গে সঙ্গে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।

নিহত মোজাহিদ প্লাবনের বাবা কেএম শরিফুল হাসান এজাহারে অভিযোগ করেছেন, শহরের খানকা শরিফ কাজির বাড়ির মিঠু কাজির মেয়ে মেধা খাতুনের সঙ্গে মোজাহিদ প্লাবনের বিয়ের প্রস্তাব দেয় মেয়ে পক্ষ। ছেলে-মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না মোজাহিদ প্লাবনের বাবা শরিফুল হাসান। তবে ছেলে-মেয়ে উভয় পরিবারের মধ্যে যাতায়াত ছিল। ১১ মার্চ সন্ধ্যায় মোজাহিদ প্লাবনকে বাড়ি ডেকে নিয়ে যায় মেধা খাতুন। রাত ১০টা পর্যন্ত মোজাহিদ বাড়ি না ফেরায় মেধার বাড়িতে খোঁজ করা হয়। ওই সময় মেধার বাবা মিঠু জানান মোজাহিদ বাড়ি ফিরে গেছে।

মোজাহিদ প্লাবনের বাবা শরিফুল হাসান বলেন, আমার ছেলেকে মেধাদের বাড়িতে ডেকে নিয়ে তার ওপর শারীরিক ও মানুসিক চাপ প্রয়োগ করেছেন তারা। এরপরই ট্রেনে কাটা পড়ে মারা যায় মোজাহিদ।

এ বিষয়ে সাঘাটার বোনারপাড়া জিআরপি থানার ডিউটি অফিসার আব্দুল মতিন বলেন, মামলা নেয়া না নেয়ার বিষয়টি ওসি ছাড়া আমরা কিছু বলতে পারব না।

মামলা না নেয়ার কারণ জানতে বৃহস্পতিবার দুপুরে একাধিকবার একাধিক মোবাইল নম্বর থেকে ফোন দিলেও রিসিভ করেননি বোনারপাড়া রেলওয়ে থানা পুলিশের ওসি মো. আব্দুর ছাত্তার।

এর আগে ১১ মার্চ গাইবান্ধা শহরের রেলস্টেশনের দক্ষিণে আউট সিগন্যালের কাছে ট্রেনে কাটা পড়ে নিহত হয় গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই হাটের ডুমুরগাছা গ্রামের কেএম শরিফুল হাসানের ছেলে মোজাহিদ প্লাবন।

এএম/পিআর

আরও পড়ুন