ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেয়ের সামনেই ট্রেনে কাটা পড়লেন বাবা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৯ মার্চ ২০১৯

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনে কাটা পড়ে আকিদুল ইসলাম নামে (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোয়াদী রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের আড়াই বছরের মেয়ে আঁখি আহত হয়েছে।

নিহত আকিদুল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাকা গ্রামের মোরাদ আলীর ছেলে।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, সকালে আকিদুল তার মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে কোটচাঁদপুরের সাবদারপুর গ্রামে যাচ্ছিলেন। পথে খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী রূপসা ট্রেন সোয়াদী রেল ক্রসিংয়ে পৌঁছালে আকিদুল ট্রেনে কাটা পড়ে মারা যান।

এ ঘটনায় তার মেয়ে আঁখি গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএার/পিআর

আরও পড়ুন