এবার আগুনে পুড়ল জুট মিল
এবার আগুনে পুড়েছে নরসিংদীর ইউএমসি জুট মিল। শনিবার রাত ১০টায় মিলটির চাঁদপুর ইউনিটে আগুন লাগে। খবর পেয়ে নরসিংদী সদর, মাধবদী ও শিবপুরের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. শাজাহান সিরাজ বলেন, আমরা ধারণা করছি, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। মিলে পাটজাতীয় দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
মিলটির জেনারেল ম্যানেজার মো. শাজাহান মিয়া বলেন, আমাদের একজন শ্রমিক আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে নির্ধারণ করা হবে।
এদিকে আজ রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাঁচাবাজারেও অগ্নিকাণ্ড হয়। এর আগে বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুনে মোট ২৬ জন নিহত হন। একের পর পর দেশে অগ্নিকাণ্ড ঘটেই যাচ্ছে।
জেডএ