সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের কালিকুটা হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে দেলোয়ার হোসেন (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার সকালে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গেলে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত দেলোয়ার হোসেন জামালগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের জহর মিয়ার ছেলে।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন, সকালে দেলোয়ার হোসেন ঘাস কাটতে হাওরের যায়। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে হয়। বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।
এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ