শ্লীলতাহানির দায়ে বখাটের কারাদণ্ড
প্রতীকী ছবি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় শ্লীলতাহানির দায়ে এক যুবককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত বখাটে এখলাছুর রহমান চাঁনু বাকেরগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইউনুছ হাওলাদারের ছেলে। দণ্ড ঘোষণার পর বিকেলেই তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে সকাল ৭টার দিকে বাকেরগঞ্জ বালিকা বিদ্যালয়ে যাচ্ছিলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী এলমা আক্তার। ওই ছাত্রী বাসস্ট্যান্ডে পৌঁছলে বখাটে এখলাছুর রহমান চাঁনু শ্লীলতাহানির চেষ্টা করে।
বেশ কিছু সময় এ অবস্থা চলার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বখাটে চাঁনুকে আটক করে। এরপর তাকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়। বখাটে ভ্রাম্যমাণ আদালতে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার কথা স্বীকার করেন। পরে বিচারক তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন।
সাইফ আমীন/এআরএ/পিআর