ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দল গোছানোর উদ্যোগ রাঙামাটি জেলা বিএনপির

প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩১ আগস্ট ২০১৫

সরকার বিরোধী আন্দোলন ও মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জেলা থেকে তৃণমূলে দল গোছানোর উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা বিএনপি। সে লক্ষ্যে এ মাসেই শুরু হচ্ছে জেলা ও উপজেলা কমিটির মাসব্যাপী সম্মেলন। শুক্রবার দুপরে জেলা বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শহরের কাঠালতলীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে জেলা বিএনপির সভাপতি অ্যাড. দীপেন দেওয়ানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম পনির ও পৌরসভা মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো প্রমুখ।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. দীপেন দেওয়ান বলেন, এ সরকার অবৈধ। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভুয়া ও পাতানো নির্বাচনে ক্ষমতা দখল করে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে এ অবৈধ সরকার। দেশের জনগণ তা কোনোভাবেই সহ্য করবে না। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে উৎখাত করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে সবার গ্রহণযোগ্য মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। আমরা আন্দোলন ও নির্বাচনে প্রস্তুত। এ লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে দৃঢ় অবস্থানে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দীপেন দেওয়ান।

দীপেন দেওয়ান আরো বলেন, আন্দোলন ও মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জেলা থেকে তৃণমূলে দলের সাংগঠনিক কাজ গোছানোর উদ্যোগ নেয়া হয়েছে। রাঙামাটিতে জেলা-উপজেলা কমিটিগুলোর সম্মেলন এ মাসেই সম্পন্ন করা হবে।

দলীয় সূত্রে জানা যায়, এ মাসের প্রথম সপ্তাহ থেকে উপজেলা বিএনপির সম্মেলন শুরু হবে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জেলা বিএনপির সম্মেলন। জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সম্মেলন অনুষ্ঠিত হবে- ৩ সেপ্টেম্বর নানিয়ারচর, ৫ সেপ্টেম্বর রাজস্থলী, ৭ সেপ্টেম্বর বিলাইছড়ি, ৮ সেপ্টেম্বর বরকল, ১০ সেপ্টেম্বর সদর ও লংগদু, ১১ সেপ্টেম্বর বাঘাইছড়ি, ১৪ সেপ্টেম্বর রাঙ্গামাটি পৌর কমিটি, ১৬ সেপ্টেমর কাপ্তাই, ১৮ সেপ্টেম্বর জুরাছড়ি, ২০ সেপ্টেম্বর কাউখালী উপজেলা এবং ৩০ সেপ্টেম্বর জেলা সম্মেলন।

সুশীল প্রসাদ চাকমা/এআরএ/আরআইপি