ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পাথর খনির কোয়ার্টারে প্রকৌশলীর ঝুলন্ত লাশ

জেলা প্রতিনিধি | দিনাজপুর | প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৪ এপ্রিল ২০১৯

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনির ভেতরে কোয়ার্টার থেকে এক খনি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রকৌশলী নুর আলম সিদ্দিকি (৩৮) পাথর খনির সহকারী ব্যবস্থাপক (ইলেক্ট্রিক) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাইবান্ধার সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জানা যায়, প্রকৌশলী নুর আলম সিদ্দিকি ব্যাচেলর কোয়ার্টারে থাকতেন। এক সহকর্মী অফিসে যাওয়ার জন্য ডাকতে গিয়ে দরজা বন্ধ পান। এ সময় তাকে ডেকে কোনো সাড়া না পেয়ে অন্যান্য কোয়ার্টারের লোকজন এসে দরজা ভেঙে ঘরের ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলতে দেখেন। পরে পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়।

মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোসলেন উদ্দিন ঘটনাটি নিশ্চিত করে জানান, মৃত্যুর কারণ এখন জানা যায়নি।

এমদাদুল হক মিলন/এফএ/এমকেএইচ

আরও পড়ুন