ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এবার মহেশখালীর পাহাড় থেকে মালয়েশিয়াগামী ১৯ রোহিঙ্গা আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৪:৪৬ এএম, ০৫ এপ্রিল ২০১৯

কক্সবাজারের মহেশখালীর গহীন অরণ্য থেকে মালয়েশিয়াগামী ১৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মাঝে দুই শিশু ও ১২ জন নারী রয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বড় মহেশখালীর পাহাড়ি এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা আদম পাচারকারী চক্রের সহায়তায় রোহিঙ্গাক্যাম্প থেকে পালিয়ে মহেশখালীর পাহাড়ে আশ্রয় নিয়েছিল বলে জানিয়েছে। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বাস করতো।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া পাহাড়ের চিকনঝিরি নামক এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে পানের বরজ থেকে শিশুসহ ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে পাহাড়ে এনে জমায়েত করছে মানব পাচারকারীরা। আটককৃতদের বিধি মোতাবেক ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।

সায়ীদ আলমগীর/বিএ

আরও পড়ুন