ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১২:৩৩ পিএম, ০৮ এপ্রিল ২০১৯

মানিগঞ্জের শিবালয়ে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার রাতে শিবালয় উপজেলার ইন্তাজগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই বাজারের ইব্রাহিম মিয়ার মুদি দোকানে টিনের বেড়া কেটে ঢোকার সময় ওই ব্যক্তি পাহারাদারের হাতে ধরা পড়ে। এরপর বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন এসে গণধোলাই দিলে সে মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশ ও পিবিআই নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

আরও পড়ুন